ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চেকআপ করাতে সুরাইয়া ঢামেকে

আবাদুজ্জামান শিমুল, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
চেকআপ করাতে সুরাইয়া ঢামেকে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বহুল আলোচিত মাগুরায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়ার মেডিকেল চেকআপ করাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এসেছেন তার বাবা-মা।

বুধবার (০৪ নভেম্বর) সকালে সুরাইয়া ও তার বোন সুমাইয়াকে নিয়ে ঢামেকে আসেন বাবা বাচ্চু মিয়া ও মা নাজমা বেগম।



এ সময় তারা শিশু সার্জারি বিভাগের চিকিৎসক সহযোগী অধ্যাপক ড. কানিজ ফাতেমা শিউলির সঙ্গে দেখা করেন।

ড. কানিজ ফাতেমা বাংলানিউজকে জানান, সুরাইয়ার রুটিন মেডিকেল চেকআপের অংশ হিসেবে তাদের আসতে বলা হয়েছে। সুরাইয়ার ডান চোখে একটু সমস্যা আছে। সুরাইয়াকে নিয়ে বাংলাদেশ আই হসপিটালে যাওয়ার কথা রয়েছে।

গত ২৩ জুলাই মাগুরা শহরে যুবলীগের সমর্থক দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলার সময় গুলিবিদ্ধ হন যুবলীগ কর্মী কামরুল ভূঁইয়ার বড় ভাইয়ের গর্ভবতী স্ত্রী নাজমা বেগম ও চাচা মমিন ভূঁইয়া।

তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ওইদিন রাতেই নাজমার অস্ত্রপচারের মাধ্যমে মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশুটির জন্ম হয়। ওই শিশুটির নাম রাখা হয় সুরাইয়া। পরে আহত মমিন ভূঁইয়া ২৪ জুলাই রাতে মারা যান।

এ ঘটনায় গুরুতর আহত সুরাইয়া উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে আনা হয়। প্রায় এক মাস চিকিৎসা শেষে সুরাইয়াকে সুস্থ করে তাকে নিয়ে বাড়িতে ফেরেন সুরাইয়ার বাবা-মা। এবার প্রায় সাড়ে তিন মাস পরে সুরাইয়াকে নিয়ে ঢামেকে আসলেন তার বাবা-মা।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এজেডএস/আরএইচএস/টিআাই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।