ঢাকা: ভিন্ন ভিন্ন নাম দিয়ে একই দুর্বৃত্ত চক্র দেশব্যাপী নাশকতার বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অাসাদুজ্জামান খান কামাল।
বুধবার দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিভিন্ন নাম দিয়ে একই গোষ্ঠী এসব ঘটনা ঘটাচ্ছে। তারা কখনও আনসার উল্লাহ বাংলা টিম, কখনও আইএস, কখনও আল কায়েদা ইত্যাদি নাম ব্যবহার করে অপকর্ম সংঘটন করছে। ’তিনি এ সময় পুলিশ সদস্যদের কর্তব্যপালনের সময় আরও সতর্ক থাকার পরামর্শ দেন।
উল্লেখ্য, বুধবার সকালে সাভারের আশুলিয়ায় নবীনগর-বাড়ইপাড়া সড়কে শিল্পপুলিশের চেকপোস্টে দুর্বৃত্তদের হামলায় নিহত হন মুকুল নামে এক শিল্পপুলিশ সদস্য। এ ঘটনায় আহত হন আরও চার শিল্পপুলিশ সদস্য। আহতদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নূর আলম নামে আহত এক পুলিশের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
ঘটনার পরপরই আহতদের দেখতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা,নভেম্বর ০৪, ২০১৫
আরআই