ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

‘বেগম’ সম্পাদক নূরজাহানকে আইসিইউতে নেওয়া হচ্ছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
‘বেগম’ সম্পাদক নূরজাহানকে আইসিইউতে নেওয়া হচ্ছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমকে (৯০) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হচ্ছে।

এর আগে বুধবার (০৪ নভেম্বর) সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।



তিনি হাঁপানি ও পেটের পীড়ায় ভুগছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন নূরজাহান বেগমের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সাংবাদিক মাহমুদা চৌধুরী।

জরুরি বিভাগের চিকিৎসক সূত্রে জানা যায়, অসুস্থ নূরজাহান বেগমের প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। খুব শিগগিরই তাকে ড. এন জামানের তত্ত্বাবধানে আইসিইউতে পাঠানো হবে।

নূরজাহান বেগমের ছোট মেয়ে ফ্লোরা নাসরিন খান শাখী বাংলানিউজকে বলেন, সকালে হঠাৎ মা অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে হাসপাতালে আনা হয়।

উন্নত চিকিৎসার নিশ্চিত করার জন্য ফ্লোরা নাসরিন ও তার পরিবারের সদস্যরা সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা ১টায় তাকে আইসিইউতে নেওয়ার প্রস্তুতি চলছিলো।

বাংলাদেশে নারী সাংবাদিকতার অগ্রদূত নূরজাহান বেগম ১৯২৫ সালের ৪ জুন জন্মগ্রহণ করেন। তিনি সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিনের মেয়ে।

তিনি ভারত উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’ পত্রিকার সূচনালগ্ন থেকে এর সম্পাদনার কাজে জড়িত। প্রায় ছয় দশক ধরে বেগম পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন নূরজাহান। তার ডাক নাম নূরী।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫ (আপডেট: ১০২০, ১২৫৮ ঘণ্টা)
এডিএ/টিআই

** ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগম হাসপাতালে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।