ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
লক্ষ্মীপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে একশ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির দুই মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি জানান।



আটক ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুর পৌর বাঞ্চানগর এলাকার নুরুল আমিনের ছেলে মো. রিয়াজ (২৫) ও একই এলাকার মৃত ফজল করিমের ছেলে আবদুস শহিদ (৩৫)।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩ নভেম্বর) দিনগত রাতে সদর উপজেলার বশিকপুর পোদ্দার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একশ’ পিস ইয়াবা জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।