লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর রায়পুর উপজেলা থেকে তবি উল্লাহ (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রায়পুর থানার উপ পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, কেরোয়া গ্রামের নির্মাণাধীন একটি ভবনের রডের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া বৃদ্ধ তবি উল্লাহর মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এএটি/এসএইচ