ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ী সীমান্তে আটক ছয় বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
গোদাগাড়ী সীমান্তে আটক ছয় বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে আটক ছয় বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (০৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের ফেরত দেওয়া হয়।



বিজিবি-৩৭ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোহাম্মদ এরশাদুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বিএসএফ ওই ছয় বাংলাদেশিকে আটক করে। তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। বিকেলের মধ্যেই গোদাগাড়ী থানায় সোপর্দ করা হবে তাদের।

এর আগে গতকাল মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুর ২টার দিকে নদী থেকে বালু উত্তোলনের সময় ভুল করে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েন ওই বাংলাদেশিরা। এসময় অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে বিএসএফ। পরে বিজিবির গোদাগাড়ী উপজেলার প্রেমতলী ক্যাম্পের সদস্যরা তাদের ফেরত আনতে তৎপর হয়ে ওঠেন।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।