ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
উল্লাপাড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শাহজাহানপুর গ্রাম থেকে সুমি খাতুন (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
বুধবার (৪ নভেম্বর) সকালে শাহজাহানপুর গ্রামে তার স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহটি উদ্ধার করে পুলিশ।



সুমি ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী ও একই উপজেলার কালিগঞ্জ গ্রামের আবুল হোসেনের মেয়ে।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বাংলানিউজকে জানান, সকালে সুমির শ্বশুর বাড়ির লোকজন থানায় ফোন করে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তবে ওই গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে কি না ময়নাতদন্তের পর জানা যাবে- জানালেন এসআই।

এ ঘটনায় থানায় ইউডি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।