ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ফাইল চুরির সময় অপরাধজগৎ প্রতিদিনের স্টাফ আটক

সিনিয়র করেডপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
ফাইল চুরির সময় অপরাধজগৎ প্রতিদিনের স্টাফ আটক ছবি: প্রতীকী

ঢাকা: শিক্ষা ভবনের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে গোপনীয় ফাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন ‘অপরাধজগৎ প্রতিদিন’ পত্রিকার এক অফিস সহকারী।

বুধবার (০৪ নভেম্বর) দুপুরে শিক্ষা ভবনে রাজশাহী বিভাগের নাটোরের ছাতনী উচ্চ বিদ্যালয়ের ফাইল চুরির সময় ধরা পড়েন মোহাম্মদ আলী (৪০) নামে ওই অফিস সহকারী।



জানা যায়, বিলি করতে আসা ‘অপরাধজগৎ প্রতিদিন’ পত্রিকায় মুড়িয়ে ফাইলটি নিয়ে যাওয়ার সময় তিনি ধরা পড়েন।

অধিদপ্তরের পরিচালক মফিজ উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, তাকে শাহবাগ থানা পুলিশে দেওয়া হয়েছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বাংলানিউজকে বলেন, কী উদ্দেশ্য নিয়ে মোহাম্মদ আলী ফাইল চুরি করতে এসেছিলেন তা জিজ্ঞাসাবাদে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।