ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

হাইমচরে গাছ থেকে পড়ে আহত শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
হাইমচরে গাছ থেকে পড়ে আহত শিশুর মৃত্যু

চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলার গন্ডামারা ইউনিয়নের চরভাঙ্গা গ্রামে সুপারি গাছ থেকে পড়ে আহত জাহেদ বয়াতি (১১) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার বিকেলে গাছ থেকে পড়ে আহত হয় সে।

জাহেদ ওই এলাকার আবুল কাশেম বয়াতির ছেলে।

শিশুটির মামা বাবুল মিয়া বাংলানিউজকে জানান, মঙ্গলবার বিকেলে জাহেদ সুপারি পাড়ার জন্য বাড়ির একটি গাছে ওঠে। এসময় হঠাৎ হাত ফসকে মাটিতে পড়ে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বুধবার তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।