ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের গাড়িতে গুলি

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সদস্য ক্লোজড, তদন্ত কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সদস্য ক্লোজড, তদন্ত কমিটি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর ঘাটুরা এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি ছোড়া এবং গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আওয়াল ভূঁইয়া ও গাড়ি চালক কনস্টেবল আবুল বাশারকে ক্লোজড করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম এ মাসুদ বাংলানিউজকে এ তথ্য জানান।



তিনি আরও বলেন, এ ঘটনায় সহকারী পুলিশ সুপারকে (হেডকোয়ার্টার) আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। ভিন্ন কোনো কারণে এ হামলা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এটি

** পুলিশকে লক্ষ্য করে গুলি, গাড়ি খাদে পড়ে আহত ৫
** ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি, আটক ৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।