ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বোরহানউদ্দিনে অপহৃত স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
বোরহানউদ্দিনে অপহৃত স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার

ভোলা: অপহরণের চারদিন পর ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুলকাচিয়া গ্রাম থেকে কামরুল (১৪) নামে এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।



নিহত কামরুল ওই গ্রামের জাহাঙ্গীরের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ রায় চৌধুরী জানান, ৩১ অক্টোবর রাত থেকে কামরুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ৩ নভেম্বর অপহরণ মামলা করেন কামরুলের বাবা। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালায় পুলিশ। অভিযানের একপর্যায়ে কামরুলদের বাড়ির পাশের ডোবায় তার মৃতদেহ পাওয়া যায়। সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, মৃতদেহে আঘাতের চিহ্ন থাকায় তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।