ঢাকা: মার্কস ডেন্টাল কলেজকে ইউনিটে পরিণত না করে, স্বতন্ত্র কলেজ রাখার দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
বুধবার (০৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ২০০৮ সালে চালু হওয়া এ ডেন্টাল কলেজটি প্রতিষ্ঠালগ্ন থেকেই ভালোভাবে পরিচালিত হয়ে আসছে। কিন্তু ২০১১ সালে প্রতিষ্ঠানটির মালিক মেডিকেল কলেজের অনুমোদন নিয়ে ডেন্টাল কলেজ ভবনটির একটি তলায় মেডিকেল কলেজটি পরিচালনা করে আসছিল।
সম্প্রতি মালিকপক্ষ মুনাফার লোভে অতি গোপনে ডেন্টাল কলেজটিকে মার্কস মেডিকেলের একটি ইউনিটে পরিণত করে। এতে একদিকে শিক্ষার্থীরা যেমন উন্নত শিক্ষা থেকে বঞ্চিত হবে, অন্যদিকে আর্থিক দিক থেকেও ক্ষতিগ্রস্ত হবে।
এছাড়া, এর মধ্য দিয়ে বিপুল সংখ্যক চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী বেকার হয়ে পড়বে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এইচআর/এমএ/জেডএস