ঢাকা: প্রকাশক, লেখক, ব্লগারসহ একের পর এক মানুষ হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় শাহবাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কফিন মিছিল করবে গণজাগরণ মঞ্চ। এ সময় ৬ ব্লগার হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ৬টি প্রতীকী কফিন বহন করবে তারা।
মঙ্গলবার (০৩ নভেম্বর) গণজাগরণ মঞ্চের আহ্বানে অর্ধদিবস হরতাল শেষের আগ মুহুর্তে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এ কর্মসূচি ঘোষণা করেন। বুধবার এক ক্ষুদে বার্তায় কর্মসূচি নিশ্চিত করা হয়।
একই দাবিতে শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হবে।
ইমরান এইচ সরকার বলেন, আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় ৬ জন ব্লগার হত্যার প্রতিবাদে ৬টি কফিন এবং পরবর্তী টার্গেট কে- লেখা প্ল্যাকার্ড নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে গণজাগরণ মঞ্চ। শুক্রবার বিকেল ৩টায় রয়েছে শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।
সরকার জিরো টলারেন্সে এসে জঙ্গি দমন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে খুন হন ব্লগার রাজীব হায়দার। এই মামলাটি তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দেয়। এখনো মামলাটি বিচারাধীন অবস্থায় রয়েছে। এরপর একে একে খুন হন আরো চার ব্লগার।
ঘাতকরা শুধু ব্লগারদের খুন করেই থেমে থাকেনি। সর্বশেষ তাদের টার্গেটে পরিণত হন জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপন। পুলিশ ধারণা করছে, ব্লগার ও প্রগতিশীল লেখকদের বই প্রকাশনার কারণেই তাকে হত্যা করা হয়েছে।
২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে টিএসসি এলাকায় খুন হন ব্লগার অভিজিৎ রায়। এই হত্যাকাণ্ডের প্রায় এক বছর অতিবাহিত হলেও মামলার তদন্ত শেষ করতে পারেনি তদন্ত সংশ্লিষ্টরা। অভিজিৎ হত্যার একমাস অতিবাহিত না হতেই তেজগাঁও এলাকায় দিবালোকে কুপিয়ে হত্যা করা হয় ওয়াশিকুর রহমান বাবুকে। এই ঘটনায় ঘটনাস্থল থেকে হাতে নাতে দু’জনকে আটক করলেও মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে।
এরপর ২০১৫ সালে আগস্ট মাসে রাজধানীর পূর্ব গোড়ান এলাকায় দিনের বেলা বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয় নীলাদ্রী চ্যাটার্জি নিলয়কে। এই মামলাটিরও তদন্ত শেষ করতে পারেননি তদন্ত কর্মকর্তারা। তবে মে মাসে সিলেটের ব্লগার অনন্ত বিজয় দাস খুনের মামলা তদন্ত শেষ করেছেন মামলার তদন্ত সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
এনএ/জেডএম/