ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রামপালে সড়ক দুর্ঘটনায় জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
রামপালে সড়ক দুর্ঘটনায় জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু ছবি : প্রতীকী

বাগেরহাট: বাগেরহাটের রামপাল উপজেলায় ব্যাটারি চালিত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
 
বুধবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ভরসাপুরে খুলনা-মংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


 
সুমাইয়া রামপাল উপজেলার উজলপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর জেএসসি পরীক্ষায় অংশ নেয়। সে উজলপুর গ্রামের সায়েম উদ্দিনের মেয়ে।
 
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, পরীক্ষা শেষে একটি ব্যাটারি চালিত ভ্যানে করে বাড়ি ফিরছিল সুমাইয়াসহ কয়েক জন শিক্ষার্থী। পথে মহসড়কের ভরসাপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে সে রাস্তার উপরে ছিটকে পড়ে। তাৎক্ষণিক উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।