ঢাকা: একমাত্র সন্তান দীপনকে হত্যার পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে মোবাইলে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী নিহত ফয়সল আরেফিন দীপনের পরিবার থেকে বিষয়টি জানানো হয়েছে।
বুধবার (০৪ নভেম্বর) বেলা ১১টায় একটি অপরিচিত নম্বর থেকে এ হুমকি দেওয়া হয়।
দীপনের মা বাংলানিউজকে বলেন, বুধবার বেলা ১১টায় দীপনের বাবার মোবাইলে অপরিচিত নম্বর থেকে একটি কল আসে। এসময় ছেলের হত্যা নিয়ে তিনি যেন বাড়াবাড়ি না করেন, করলে তার পরিণতি ভালো হবে না বলে তাকে হুমকি দেওয়া হয়।
এরপর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
এ হুমকির বিষয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনও থানায় কোনো অভিযোগ করা হয়নি। পুলিশ যদি আমাদের কাছে আসে তবে অভিযোগ করা হতে পারে। তবে আমরা হুমকির বিষয়টি আরও কিছু সময় দেখছি।
গত ৩১ অক্টোবর বিকেলে শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজের প্রকাশনা সংস্থা জাগৃতির কার্যালয়ে নৃশংসভাবে খুন হন ফয়সল আরেফিন দীপন।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এসজেএ/এএ