ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ডিএমপি’র সাত ওসি রদবদল

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
ডিএমপি’র সাত ওসি রদবদল

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাত থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।

বুধবার (০৪ নভেম্বর) এই রদবদল বিষয়ে বাংলানিউজকে জানান, ডিএমপির মিডিয়া সহকারী কমিশনার ইফতেখায়রুল ইসলাম।



তিনি জানান, রদবদল করা হয়েছে সবুজবাগ থানা, রামপুরা, ওয়ারী, বংশাল, সূত্রাপুর, গোয়েন্দা উত্তর ও প্রসিকিউশন বিভাগে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) ডিএমপির পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার আদেশক্রমে উপ-পুলিশ কমিশনার  (সদর দফতর ও প্রশাসন) স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এ রদবদল করা হয়।

ইফতেখায়রুল ইসলাম জানান, সবুজবাগ থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামকে রামপুরা থানার অফিসার ইনচার্জ হিসেবে, মো. মাহবুবুর রহমান তরফদার অফিসার ইনচার্জ রামপুরাকে গোয়েন্দা-পশ্চিম বিভাগে, মো. আব্দুল কুদ্দুছ ফকির অফিসার ইনচার্জ বংশাল থানাকে অফিসার ইনচার্জ সবুজবাগ থানা, মো. নুরে আলম সিদ্দিকী প্রসিকিউশন বিভাগকে অফিসার ইনচার্জ বংশাল থানা, তপন চন্দ্র সাহা অফিসার ইনচার্জ ওয়ারীকে অফিসার ইনচার্জ সূত্রাপুর থানা, খলিলুর রহমান পাটোয়ারী অফিসার ইনচার্জ সূত্রাপুরকে গোয়েন্দা-পশ্চিম বিভাগে ও মো. জেহাদ হোসেন গোয়েন্দা-উত্তর বিভাগকে অফিসার ইনচার্জ ওয়ারী থানা হিসেবে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫, আপডেট ১৭৩৬
এজেডএস/এসজেএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।