বরগুনা: বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে মাইক্রো ফাইন্যান্স বিশেষ ভুমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাবীবুর রহমান।
বুধবার (০৪ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ব্র্যাকের মাইক্রো ফাইন্যান্সের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করার সময় উপরকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সমাজের দরিদ্র শ্রেণির মানুষের অলস সময়কে কাজে লাগিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার পাশাপাশি সামাজিক ক্ষমতায়নে ভুমিকা রাখছে ব্রাকের মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি।
২০২০ সালের মধ্যে দরিদ্র জনগণের সার্বজনীন আর্থিক অন্তর্ভুক্তির (ফাইনান্সিয়াল ইনক্লুসন) লক্ষ্যে এ বছরই ১ থেকে ৫ নভেম্বর পর্যন্ত প্রথম বৈশ্বিক কর্মসূচি হিসেবে এফআই-২০২০ সপ্তাহ উদযাপন করা হচ্ছে। এরই অংশ হিসেবে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাবীবুর রহমান ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে যান।
এসময় তিনি বরগুনা সদর উপজেলার চালিতাতলা গ্রামসংগঠন পরিদর্শন ও সদস্যদের সঙ্গে কথাবার্তা বলে কর্মসূচির নানা দিক সম্পর্কে ধারণা অর্জন করেন। এ ছাড়াও বরগুনা সদর শাখার ঋণ বিতরণপূর্ব ওরিয়েন্টেশন, ঋণ বিতরণ কার্যক্রম পরিদর্শনসহ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইব্রাহীম, প্রেসক্লাব সভাপতি হাসানুর রহমান ঝন্টু প্রমুখ।
সার্বজনীন আর্থিক অন্তর্ভুক্তির বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিকভাবে যথেষ্ট গুরুত্ব বহন করে। পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে এখনও বিশ্বব্যাপী প্রায় ২০০ কোটি মানুষ কোনো ধরনের আর্থিক সেবার আওতাভুক্ত নয়।
বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী বাংলাদেশে প্রায় সাড়ে সাত কোটি প্রাপ্তবয়স্ক মানুষ এই সেবার বাইরে রয়েছেন। ফলে নিরাপদ সঞ্চয় ও বিনিয়োগের ক্ষেত্র যেমন সংকুচিত হচ্ছে, তেমনি বিঘ্নিত হচ্ছে কোটি কোটি মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা।
এই প্রেক্ষাপটে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পরবর্তী কৌশলগত পন্থা নির্ধারণের জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তারা নিজ নিজ দেশের আর্থিক কর্মকাণ্ডে জনসম্পৃক্ততার বিষয়টি বিবেচনায় নিয়ে আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচিকে আরও এগিয়ে নিতে নানামুখী উদ্যোগ গ্রহণ করবেন।
প্রথম বৈশ্বিক কর্মসূচির (এফআই-২০২০) সপ্তাহ উদযাপনে বাংলাদেশের একমাত্র আয়োজক বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। ব্র্যাক-এর মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি এ উপলক্ষে দেশের ৬৪ জেলায় নানা কর্মসূচির আয়োজন করেছে।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এসএইচ