ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ৩ ডাইং কারখানাকে ২৮ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
গাজীপুরে ৩ ডাইং কারখানাকে ২৮ লাখ টাকা জরিমানা

গাজীপুর: জলাশয় দূষণের দায়ে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী ও কাশিমপুর এলাকার তিনটি ডাইং কারখানাকে ২৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে এ জরিমানা করা হয়।

বিকেলে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দূষণবিরোধী অভিযানের কার্যক্রম হিসেবে বুধবার দুপুরে ওই তিন কারখানার মালিক-প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়। পরে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) একেএম মিজানুর রহমানের নেতৃত্বে এক শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে টঙ্গীর পাগাড় এলাকার হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেডকে ১৯ লাখ টাকা, টঙ্গীর বিসিক এলাকার দিশারি ওয়াশিং প্ল্যান্ট লিমিটেডকে ৪ লাখ টাকা এবং কাশিমপুরের দক্ষিণ পানিশাইল এলাকায় অবস্থিত মাছিহাতা সোয়েটার্স লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে কারখানা পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের দায়ে তিন কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে মোট ২৮ লাখ টাকা জরিমানা আদায় করে অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।