নীলফামারী: জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপন হত্যা ও শুদ্ধস্বরের প্রকাশকসহ তিনজনকে হত্যা চেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানবববন্ধন করেছে জেলা ছাত্র ইউনিয়ন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন-জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কমল সরকার, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র অধিকারী, ছাত্র ইউনিয়নের সদস্য গুরু দয়াল রায়, প্রকাশ রায়, রিপন রায় প্রমুখ।
বক্তারা এ হত্যাকাণ্ড ও হত্যা চেষ্টার তীব্র নিন্দ্বা জানিয়ে সরকারের প্রতি অপরাধীদের সনাক্ত করে বিচারের দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এসআই