ধামরাই (ঢাকা): ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলীতে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
বুধবার (০৪ নভেম্বর) বিকেলে ধামরাইয়ের বাথুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র বাংলানিউজকে জানায়, সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের এক যাত্রী নিহত হন। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
এ সময় উভয় বাসের কমপক্ষে ২০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে গ্লোরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক বাংলানিউজকে জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৮২৯০ ঘণ্টা, নভেম্বর ০৪,২০১৫
এসএনএইচ/জেডএস