ঢাকা: যারা বৈষম্যের শিকার তাদের টার্গেট করেই সমতা ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেছেন, বৈষম্যের শিকার জনগোষ্ঠীকে উন্নয়নের ধারায় আনতে হবে।
বুধবার (০৪ নভেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে বেসরকারি সংস্থা অক্সফ্যাম আয়োজিত সম অংশগ্রহণমূলক উন্নয়নের লক্ষ্যে সমতাভিত্তিক সংগঠনগুলোর দুই দিনব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
অক্সফ্যাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্নেহাল ভি সোনাজীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, বেসরকারি সংস্থা সিড়ি’র চিফ এক্সিকিউটিভ অফিসা এইমন টেইলর।
সম্মেলনে ধারণাপত্র পাঠ করেন অক্সফ্যাম ইন বাংলাদেশের প্রকল্প পরিচালক এম বি আখতার।
স্পিকার বলেন, সংবিধানেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ প্রকল্প নেওয়ার কথা রয়েছে। কাজেই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করতে হবে। যে কাজটি অনেক বেসরকারি সংস্থা সরকারের পাশাপাশি সহযোগী সংগঠন হিসেবে করে যাচ্ছে। এক্ষেত্রে বেসরকারি সংগঠনগুলোকে মনে রাখতে হবে যাদের জন্য প্রকল্প নেওয়া হচ্ছে, তাদের কথা শুনেই কর্মপরিকল্পনা করতে হবে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোকপাত করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য উন্নয়ন পরিকল্পনা নেওয়ার তাগিদও দেন স্পিকার।
স্পিকার বলেন, নারীকে পিছিয়ে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। সকল উন্নয়ন কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
দারিদ্র্য দূরীকরণে সরকারের অনেকগুলো প্রকল্প রয়েছে। সরকারের সঠিক পরিকল্পনার কারণে দরিদ্র জনগোষ্ঠীর হার কমেছে। অতিদরিদ্রদের সংখ্যাও কমেছে বহুগুণ। স্পিকার স্থানীয় পর্যায়ের উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করারও আহ্বান জানান।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেন, আগামী ডিসেম্বর গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে। ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীণ নারীদের জন্য স্বল্প সুদে ঋণের মাধ্যমে পশুপালন কর্মসূচির একটি প্রকল্পের উদ্বোধন করবেন। এ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নারীরা ৫ শতাংশ সুদে ঋণ নিয়ে গবাদিপশু পালন করে স্বাবলম্বী হতে পারবেন বলেও আশা করেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এসএম/এএসআর