ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির দাবির প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমি ব্যর্থ, নাকি সফল তা প্রধানমন্ত্রী জানেন, দেশের মানুষ জানেন।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লেউঞ্জে মুজিব সেনা ঐক্যলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশতে অস্থিতিশীল করতেই একটি চক্র এসব ঘটনা ঘটাচ্ছে। আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরাও তাদের গ্রেফতার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করতেই এসব চক্র এধরনের ঘটনা ঘটাচ্ছে। তবে অবশ্যই তাদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও ৩ নভেম্বর জাতীয় ৪ নেতাকে একই ঘাতকরা হত্যা করেছে। এছাড়া ২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরও ওই ঘাতকরাই হামলা চালিয়েছিল।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা দক্ষিণের সভাপতি সালমান আহমেদ খান রিজভি।
বিশেষ অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, সংসদ সদস্য হোসনে আরা বাবলী, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এইচ এম আসাদ।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
আরএ