সিলেট: সিলেটে বিআরটিএ অফিসে দালালদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে সিলেট বিআরটিএ অফিসে এ অভিযান চালানো হয়।
এ সময় বিআরটিএ’র লাইসেন্স শাখা থেকে দালাল সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে আটকদের মধ্য থেকে চারজনের কাছ থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বাকিদের ছেড়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম। এসময় বিআরটিএ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এএএন/জেডএস