ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নন এমপিও শিক্ষক-কর্মচারীদের অনশন প্রত্যাহার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
নন এমপিও শিক্ষক-কর্মচারীদের অনশন প্রত্যাহার ছবি : দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দীর্ঘ অনশনে অনেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়ায় নন এমপিও শিক্ষক-কর্মচারীদের অনশন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে  এমপিওভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালানোর ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী নন এমপিও শিক্ষক কর্মচারীরা।



বুধবার সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে অনশন প্রত্যাহার এবং অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ‘গত শুক্রবার থেকে নিম্ন মাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদরাসার স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন ও অবস্থান কর্মসূচি শুরু করে ‘নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন’।

বুধবার ছিলো অনশন কর্মসূচির ৬ষ্ঠ দিন। এত দীর্ঘদিন অনশনের কারণে বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার সকালে অনশনরত রাজবাড়ীর শিক্ষক জামাল উদ্দিনকে (প্রভাষক) ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এর আগে গত ৩ নভেম্বর অনশনের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়া শিক্ষকদের মধ্যে ঝিনাইদহের শহিদুল ইসলাম, যশোরের সাইফুল আলম, টাঙ্গাইলের নাছিমা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই শিক্ষক নেতা শফিকুল ইসলামসহ আরো বহু সংখ্যক শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়ে পড়ায় তাদের রাতে বিভিন্ন ঔষধের দোকান থেকে ঔষধ এনে জরুরি চিকিৎসা দেওয়া হয়।

এত বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়ে পড়া সত্ত্বেও সরকারের নীতিনির্ধারণী মহলের তরফে কোন সাড়া না পাওয়ায় হতাশ নাগরিক সমাজের নেতৃবৃন্দ বুধবার বিশিষ্ট কলামিস্ট আবুল মকসুদ, সিপিবি’র কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন ও দৈনিক শিক্ষা বার্তার সম্পাদক এন.কে রাশেদার নেতৃত্বে শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন।

এ সময় তারা স্বাস্থ্যগত কারণে আপাতত অনশন কর্মসূচি স্থগিত করার অনুরোধ জানান অনশনরত শিক্ষক-কর্মচারীদের। পাশাপাশি সচিবালয়ের অনতি দূরে অনশনরত শিক্ষকদের শিক্ষামন্ত্রী বা সরকারের কোন প্রতিনিধি খোঁজখবর না নেয়ার তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

তাদের অনুরোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং অসুস্থ শিক্ষক-কর্মচারীদের স্বাস্থ্য ঝুঁকি চিন্তা করে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি আপাতত অনশন কর্মসূচি স্থগিত করেন। তবে এমপিওভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। সেই লক্ষ্যে তিনি সারাদেশের নন্-এমপিও শিক্ষক-কর্মচারীদের ঢাকায় এসে আন্দোলনে সরাসরি যোগদান এবং দেশের প্রতিটি সচেতন নাগরিককে কর্মসূচিতে সমর্থন জানানোর উদাত্ত আহ্বান জানান। ’

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।