ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে দেড় বছরে ৫শ’ কোটি টাকার উন্নয়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
গফরগাঁওয়ে দেড় বছরে ৫শ’ কোটি টাকার উন্নয়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে মাত্র দেড় বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় প্রায় ৫শ’ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সরকার দলীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল।

তরুণ এ আওয়ামী লীগ নেতা বলেন, বৃহস্পতিবার (০৫ নভেম্বর) আরো ১৯ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার টাকার উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হবে।

যতদিন সরকারে থাকবো একের পর এক উন্নয়নমূলক কাজ করে যাব।

বুধবার (০৪ নভেম্বর) দুপুরে উপজেলার চরআলগী ইউনিয়নের প্রয়াত আলতাফ গোলন্দাজ সেতু থেকে নয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক ও বিশ্বরোড বড়ইতলা বাজার থেকে নাক কাটা বাজার পর্যন্ত সড়ক পাকাকরণের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।

পরে বিকেলে তিনি উপজেলার দুগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল ব্রিজের পাশে ও লামকাইন কান্দিপাড়া সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এর আগে মঙ্গলবার গয়েশপুর উদঘাটা সড়ক, ডুবাইল সিদ্দিকের বাড়ি সংলগ্ন সড়ক পরে ডুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তরুণ সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল।

বাংলাদেশ সময় ১৯০৬ ঘণ্টা নভেম্বর ০৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।