পাবনা: পাবনার চাটমোহর উপজেলা বিএনপির সম্মেলন ঘিরে বিবদমান দু’পক্ষের সংঘর্ষের আশঙ্কায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত চাটমোহর পৌর সদরে ১৪৪ ধারা বাহল থাকবে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, ১০টায় চাটমোহর পৌর সদরের সবুজ সংঘে বৃহস্পতিবার সকাল উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এই সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম গ্রুপ এবং জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও বহিষ্কৃত উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম শেহেলী লায়লা এ ১৪৪ ধারা জারি করেন।
সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারির বিষয়ে পৌর এলাকায় মাইকিং করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এসআই