ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়া থানার এসআই হাবিবুর প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
আশুলিয়া থানার এসআই হাবিবুর প্রত্যাহার

সাভার: দায়িত্বে অবহেলার অভিযোগে সাভারের আশুলিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে তাকে প্রত্যাহার করে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে নেওয়া হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল ক‍াদির রাতে বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই হাবিবুর রহমানকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তবে, এর বেশি কিছু বলেননি ওসি।

বুধবার সকালে নবীনগর-কালিয়াকৈর সড়কের বাড়ইপাড়া চেকপোস্টে দুর্বৃত্তদের হামলায় মুকুল নামে আশুলিয়া থানার এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরও চার পুলিশ সদস্য। ওই ঘটনার পরই এসআই হাবিবুর রহমানকে প্রত্যাহারের সিদ্ধান্ত এলো।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।