ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় অগ্নিদগ্ধ হয়ে শাকিলা নামের ৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০৪ নভেম্বর) বিকেলে উপজেলার ঘোগা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, বিকেলে অসাবধানবশত স্থানীয় আব্দুর রাজ্জাকের ঘরে আগুন লাগে। এ সময় বাপের বাড়িতে বেড়াতে আসা রেহেনা আক্তার তার ৪ মাসের শিশু কন্যাকে ঘরের ভেতরে বিছানায় শুইয়ে রাখেন।
সেখানেই দগ্ধ হয়ে ঐ শিশুর মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম বাংলানিউজকে বিষয়টি জানান।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এমএএম/জেডএস