ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশি দুস্থ শিশুদের জন্য সিডনিতে সংগীতানুষ্ঠান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
বাংলাদেশি দুস্থ শিশুদের জন্য সিডনিতে সংগীতানুষ্ঠান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অস্ট্রেলিয়ার সিডনির একটি হলে শত শত সংগীতপ্রেমীকে সুরের মূর্ছনায় মাতালেন প্রবাসী কণ্ঠতশিল্পী অমিয়া মতিন, আরফিনা মিতা, রেফাত বিতা, রোকসানা রহমান, শুভ্রা মুস্তারিন, এহসান ও তার ব্যান্ড এইট নোটস।

তাদের এই হৃদয়জয়ী আয়োজনের পেছনে ছিল মহৎ উদ্দেশ্য।

অনুষ্ঠান থেকে অর্জিত অর্থ তারা তুলে দেবেন বাংলাদেশে চিকিৎসাবঞ্চিত দুস্থ শিশুদের সহায়তায় ‘সিএসএফ গ্লোবাল অস্ট্রেলিয়া’ তহবিলে।

গত ৩১ অক্টোবর সিডনির কোরিয়ান সোসাইটি হলে এ ‘দেশি খাও দেশ গাও অনুষ্ঠান’র আয়োজন করা হয়। মিউচুয়াল হোমসের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানের আয়োজন করে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক সংগঠন ‘অজ- এশিয়া ইভেন্ট’। অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে।

অনুষ্ঠানে প্রথমেই ব্যান্ডদল এইট নোটস নিয়ে মঞ্চে আসেন এহসান। বেজ গিটারে হাসান, তবলায় তাইফ, প্যাড ড্রামে রুবেল, কি বোর্ডে সামিউল, শাওন ও গিটারে আসিফকে নিয়ে তার মুগ্ধকর পরিবেশনের পর মঞ্চে আসেন রেফাত বিতা। তিনি একক পরিবেশনের পর এহসানকে সঙ্গে নিয়ে ফের দর্শকদের মাতিয়ে তোলেন। সংগীতপ্রেমীদের হৃদয় কাড়ে অমিয়া মতিন, আরফিনা মিতা, রোকসানা রহমান ও শুভ্রা মুস্তারিনদের পরিবেশনাও।

অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে মিউচুয়াল হোমসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাবেদ হককে সম্মাননা দেওয়া হয়। সংগীতানুষ্ঠান শেষে বাংলা চলচ্চিত্র ‘চোরাবালি’ প্রদর্শিত হয়।

এ আয়োজনে উপস্থিত ছিলেন- মিউচুয়াল হোমসের কর্ণধার এনাম হক, বেবী হক, অস্ট্রেলিয়ান ক্লাসিফিকেশন বোর্ড সদস্য রোন ডেলিজিও, সিকদার রিয়েল স্টেটের নির্বাহী পরিচালক আনিস রহমান (রিতু), এইট নোটস ব্র্যান্ডের কানিজ আহমেদ, বিদেশ বাংলার রহমতউল্লাহ, এ্যানি সাবরিন, ‘চোরাবালি’র প্রযোজক সালেহীন স্বপন, সাকিনা আখতার।

আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফোরাম অস্ট্রেলিয়ার সভাপতি মো. মহসিন, বাংলা সিডনি’র সম্পাদক আনিসুর রহমান, নবধারা নিউজ ডট নেটের সম্পাদক আবুল কালাম, সুপ্রভাত সিডনির আব্দুল আউয়াল, আরটিভি’র সিডনি প্রতিনিধি সুলতানুল আরেফিন, বিএফএ ভয়েসের আশিক আহম্মেদ সৌরভ, সৈয়দ ফুয়াদ করিম ফাতেমী, এস এম এ ফাহিম প্রমুখ।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী লেখক, সাংবাদিক, সংগীতশিল্পী, রাজনীতিবিদ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
আইএ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।