ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সাটুরিয়ায় যুবকের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
সাটুরিয়ায় যুবকের আত্মহত্যা

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়ায় দুই স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জের ধরে নাজিমুদ্দিন মিয়া (২৮) নামে এক দিনমজুর বিষপানে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিষপান করেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) সকালে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাজিমুদ্দিন উপজেলার ছনকা ঘোনাপাড়া এলাকার সোনামুদ্দিনের ছেলে।

স্থানীয় বরাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কুদ্দুস খান বাংলানিউজকে বলেন, ৮/৯ বছর আগে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার চানপাড়া এলাকায় বিয়ে করে নাজিমুদ্দিন। পারিবারিক কলহের কারণে ওই স্ত্রী নাজিমুদ্দিনকে ডিভোর্স দেন।

এরপর একই উপজেলায় ছয় মাস আগে দ্বিতীয় বিয়ে করেন নাজিমুদ্দিন। বিয়ের পর আবারও প্রথম স্ত্রীর সঙ্গে তার যোগাযোগ হয়। এত পুনরায় তাকে বিয়ে করেন তিনি। দুই স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদকে কেন্দ্র করে বিষপান করে আত্মহত্যা করেন তিনি।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বাংলানিউজকে জানান, নাজিমুদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্যে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।