ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে হাতিসহ মাহুত আটক, মুচলেকায় মুক্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
ঠাকুরগাঁওয়ে হাতিসহ মাহুত আটক, মুচলেকায় মুক্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও:  হাতি নিয়ে দোকানে দোকানে চাঁদা আদায়ের অভিযোগে ঠাকুরগাঁওয়ে হাতিসহ হৃদয় আলী (৪০) নামে এক মাহুতকে আটকের করেছে পুলিশ।  
 
বুধবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরের কালীবাড়ি বাজারে চাঁদা আদায়ের সময় তাকে আটক করা হয়।

পরে, চাঁদা আদায় না করার মুচলেকা নিয়ে বিকেল ৫টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
 
মাহুত হৃদয় আলী বাংলানিউজকে বলেন, আগের মতো সার্কাসে বেশি টাকা উঠে না। যে টাকা ওঠে তার থেকে বেশি টাকা হাতির খাবারের জন্য ব্যয় করতে হয়। তাই হাতির খাবারের ব্যবস্থা করার জন্য বিভিন্ন দোকান ও সাধারণ মানুষের কাছে সাহায্য নিচ্ছিলাম।

তরে শহরের কালীবাড়ি বাজারের দোকান মালিকদের অভিযোগ, হাতি দিয়ে ভয় দেখিয়ে মাহুত তাদের কাছ থেকে টাকা আদায় করেছেন।
 
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে বলেন, বগুড়া থেকে হাতি নিয়ে চাঁদা তুলতে তুলতে ঠাকুরগাঁওয়ে আসেন মাহুত হৃদয়। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়। চাঁদা আদায় করবেনা শর্তে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।