ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ওসমানী হাসপাতালে চিকিৎসকদের ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
ওসমানী হাসপাতালে চিকিৎসকদের ধর্মঘট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ধর্মঘট ডেকেছেন শিক্ষানবিশ চিকিৎসকরা।

হাসপাতালের ১৬নং ওয়ার্ডে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজনরা বিক্ষুব্ধ হয়ে চিকিৎসকদের ওপর হামলা করে।



এর জের ধরে বুধবার (০৪ নভেম্বর) রাতে এ ধর্মঘট ডাকেন শিক্ষানবিশ চিকিৎসকরা।

হাসপাতাল সূত্র জানায়, সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকার বাসিন্দা আব্দুর রশীদ ওসমানী হাসপাতালের দ্বিতীয় তলায় সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় মারা যান।

এ সময় তার স্বজনরা মৃত্যুর জন্য চিকিৎসকদের অবহেলাকে দায়ী করে কর্তব্যরত চিকিৎসকদের ওপর চড়াও হন ও হাসপাতালে ভাঙচুর চালান।

এ ঘটনার প্রতিবাদে শিক্ষানবিশ চিকিৎসকরা চিকিৎসা সেবা বন্ধ রেখে ধর্মঘট শুরু করেন। রাত ৯টার দিকে হাসপাতালে বিক্ষোভ মিছিল করেন তারা।

এদিকে, হামলার অভিযোগে পুলিশ রোগীর এক জনকে আটক করেছে।

অন্যদিকে, হাসপাতালের জরুরি বিভাগ ধর্মঘটের আওতামুক্ত থাকার ঘোষণা দিলেও রাত ১০টার দিকে কার্যত ধর্মঘটের কারণে জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়া হয়। এতে দুর্ভোগে পড়েছেন শত শত রোগী।
 
সমস্যা নিরসনে রাত সাড়ে ১০টায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার আব্দুস ছবুর পুলিশ প্রশাসনসহ ধর্মঘট আহ্বানকারীদের নিয়ে বৈঠকে বসেছেন।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার দেলোয়ার হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসমানী মেডিকেল  কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, বৈঠকের মাধ্যমে আমরা বিষয়টি সমাধানের চেষ্টায় রয়েছি।
 
বাংলাদেশ সময়: ২৩৩৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এনইউ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।