কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ থেকে ৭০ হাজার ২১১ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (০৪ নভেম্বর) রাত ৯টার দিকে টেকনাফ সদরের জালিয়ারদ্বীপ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বাংলানিউজকে জানান, নিয়মিত টহলকালে বিজিবি এ ইয়াবা উদ্ধার করেছে। তবে এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
উদ্ধারকৃত ইয়াবা পরে ধ্বংস করা হবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসআর