ঢাকা: ভাষার লড়াই ও রাষ্ট্রভাষা আন্দোলন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় বাংলা একাডেমীর কবি শামসুর রহমান অডিটরিয়ামে মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, ভাষা আন্দোলনের সময় সংবাদপত্রের অভাবে ইতিহাস লেখা অনেক কঠিন কাজ। তারপর যারা লিখছে খুবই ভালো কাজ করছে। ভাষা আন্দোলনের উপর গোলাম কুদ্দুসের এ বইটি সর্ববৃহৎ বলে আমার মনে হয়।
বাংলা একাডেমীর সভাপতি ও ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলা একাডেমীর মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সাংবাদিক কামাল লোহানী ও বইয়ের লেখক গোলাম কুদ্দুস প্রমুখ।
বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসই/এসআর