ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে কোকরাদহ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ নভেম্বর) বিকেল ৫টায় ১২১ বিএসএফ ব্যাটালিয়ন আয়োজিত এ ম্যাচে কিষাণগঞ্জ ১২১ বিএসএফ ৩-১ সেটে ঠাকুরগাঁও ৩০ বিজিবিকে পরাজিত করে।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১২১ বিএসএফ ব্যাটালিনের কমান্ডার দিবাকর কুমার, ঠাকুরগাঁও-৩০ বিজিবির পরিচালক লে. কর্নেল তুষার বিন, মেজর তৌহিদ ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক প্রমুখ।
ভারতের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সুসম্পর্ক, সম্প্রীতি ও আস্থা বাড়ানোর লক্ষে এ ম্যাচের আয়োজন করা হয় বলে বাংলানিউজকে জানান, ৩০ বিজিবির পরিচালক লে. কর্নেল তুষার বিন।
এদিকে, সীমান্তে এ খেলা দেখতে ভিড় করেন দুই সীমান্তের স্থানীয় মানুষেরা।
বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসআর