দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলার বাজনাহার এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় বাদল হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (০৪ অক্টোবর) রাত ১০টার সময় পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে।
নিহত বাদল বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের নলদীঘি গ্রামের মৃত মাইনুদ্দীনের ছেলে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস পন্ডিত বাংলানিউজকে জানান, রাতে বিরল-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কের বাজনাহার বাজার এলাকায় একটি পিকআপভ্যানের ধাক্কায় বাদল নিহত হন।
বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসআর