ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ইতালিয়ান নাগরিক হত্যা

বিএনপি নেতা কাইয়ুমের ভাই মতিন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
বিএনপি নেতা কাইয়ুমের ভাই মতিন আটক তাবেলা সিজার

বেনাপোল (যশোর): ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার হত্যায় জড়িত সন্দেহে ঢাকার বিএনপি নেতা সাবেক কমিশনার কাইয়ুমের ছোট ভাই এম এ মতিনকে আটক করা হয়েছে।

বুধবার (০৪ নভেম্বর) রাত ১টার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে আটক করে।



এরআগে সিজার হত্যার ঘটনায় আরো ৪ জনকে ‍আটক করে ‍ডিবি পুলিশ। এদের মধ্যে ভাগ্নে রাসেলকে জিজ্ঞাসাবাদ শেষে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মতিনকে আটক করা হয়।

বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন ডিএমপি মিডিয়া সেন্টারের উপ পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলাম।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপুর্ব হাসান জানান, আগে থেকে সংবাদ পেয়ে ঢাকার ডিবি পুলিশের একটি দল বেনাপোলে অবস্থান করছিল। রাত ১টার দিকে বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে মতিনকে আটক করে ঢাকার উদ্দেশে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এনএ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।