মাগুরা: লালন সাঁইয়ের অনুসারী মাগুরার বিশিষ্ট বাউল সাধক লালন ফকিরের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে দুই দিনব্যাপী বাউল সাধুসঙ্গ।
বুধবার (০৪ নভেম্বর) শহরতলীর দরি মাগুরা সাহাপাড়া ‘সুফি বাউল সাধুগুরু সেবা সঙ্গ’ চত্বরে এ অনুষ্ঠান শুরু হয়।
এ সাধুসঙ্গে ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, বরগুনা, বরিশাল, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থান থেকে বাউল সাধকরা সমবেত হয়েছেন।
সন্ধ্যায় পূণ্য পাত্রদান, গুরুভক্তি ও বাউল গানের মধ্য দিয়ে শুরু হয় দুই দিনের এ সাধুসঙ্গ।
বৃহস্পতিবার গভীর রাত পযর্ন্ত চলবে এ অনুষ্ঠান। এতে বাউল শিল্পীরা লালন সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ বাউল সাধককে স্মরণ করবেন।
মাগুরার বাউল সাধক লালন ফকির বাংলা ১৩৯১ সালের ২০ কার্তিক মৃত্যুবরণ করেন। তার জন্মসময় সম্পর্কে কিছুই জানা যায়নি। জীবদ্দশায় তিনি ফকির লালন সাঁইয়ের অনুসারী হিসেবে নিজেকে লালন ফকির বলে পরিচয় দিতেন।
ব্যক্তিগত জীবনে মুটের কাজ করা এই লালন ভক্ত তার নিজ বাড়িটি আখড়াবাড়ি হিসেবে বাউলদের উদ্দেশে দান করে যান। তার মৃত্যুবার্ষিকীতে প্রতি বছর এ দিনটিতে সাধুসঙ্গের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ০২৩৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসআর