রাজবাড়ী: রাজবাড়ীতে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তৌহিদুল হক শাহিন ওরফে পিচ্চি শাহিন (৩০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন।
বুধবার (০৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টায় রাজবাড়ী সদর উপজেলার আলীপুরে এ ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি ওয়ান শ্যুটারগান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
নিহত শাহিন সদরের খানখানাপুর ইউনিয়নের বাড়ইপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
এদিকে, এ ঘটনায় রাজবাড়ীর ডিবি পুলিশের এসআই নিজাম উদ্দিন (৪৫), এসআই কামাল হোসেন (৩৫), এ এসআই হিরন কুমার বিশ্বাস (৩৮) ও কনস্টেবল শফিকুল ইসলাম (২৪) আহত হয়েছেন।
বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন।
তিনি জানান, মধ্যরাতে শাহিনকে নিয়ে আলীপুর এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় শাহিনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এতে পালাতে গিয়ে শাহিন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন।
পিচ্চি শাহিনের বিরুদ্ধে থানায় আটটি হত্যা মামলা, চারটি অস্ত্র মামলা ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫/আপডেট: ০৮২৯ ঘণ্টা
এসআর