পাবনা: পাবনার মধ্য শহরের দিলালপুর টাউন হলপাড়া এলাকায় অনুপ আগরওয়ালা (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বুধবার (০৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান বাংলানিউজকে জানান, টাউন হলপাড়ায় ইছামতি নামে একটি বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাককেন অনুপ ও তার বাবা। রাতে বাড়ির অদূরে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের গেটের সামনে সন্ত্রাসীরা অনুপকে কুপিয়ে ফেলে রেখে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে, খবর পেয়ে সকালে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
বাংলাদেশ সময়: ০৮১৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসআর