গাজীপুর: গাজীপুর সদর উপজেলার পিরুজালী মণ্ডলপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মনিরুজ্জামান মণ্ডল (৩৫)।
তিনি গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের মণ্ডলপাড়া এলাকার নূরুল ইসলাম মণ্ডলের ছেলে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওই এলাকা থেকে নিলুফার ইয়াসমিন নামের এক নারীকে আটক করেছে। আটক নিলুফার ইয়াসমিনের বাড়ি গাজীপুর মহানগরীর বাউপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিরুজালী তরুবীথি পিকনিক স্পটে নারীসহ কয়েকজন যুবক অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাতে ওই পিকনিক স্পটে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে যায়।
পরে বৃহস্পতিবার সকালে ওই এলাকা থেকে মনিরুজ্জামান মণ্ডলের মরদেহ নিয়ে নিলুফার ইয়াসমিন অটোরিকশা যোগে পালানোর সময় স্থানীয়রা টের পেয়ে তাকে আটক করে পুলিশে খবর দেয়।
জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নাজমুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার ও নিলুফার ইয়াসমিনকে আটক করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, মনিরুজ্জামান মণ্ডল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
মরদেহ ময়না তদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
আরএস/জেডএস