ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বিসিএস সমন্বয় কমিটির প্রতিবাদ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
বাগেরহাটে বিসিএস সমন্বয় কমিটির প্রতিবাদ সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: ৮ম জাতীয় বেতন স্কেলে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ ৬ দফা দাবিতে বাগেরহাটে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিসিএস সমন্বয় কমিটি।

বৃহস্পতিবার(০৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।



এর আগে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা’র কাছে স্মারকলিপি দেয় বিসিএস সমন্বয় কমিটি।

প্রতিবাদ সভায় বক্তারা বিসিএস ক্যাডার ও ননক্যাডার কর্মকর্তাদের পদায়ন, কর্মকর্তাদের বেতন-ভাতা বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর সিদ্ধান্ত বাতিল, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সব ক্যাডারের পদোন্নতির ক্ষেত্রে সমান সুযোগ, উপজেলা-জেলা-বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ে সব বিভাগে চাকরিরত কর্মকর্তাদের পদমর্যাদা ও সুযোগ সুবিধা এবং ৮ম পে-স্কেলে বাতিলকৃত সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল করার দাবি জানানো হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- বাগেরহাট জেলা বিসিএস সমন্বয় কমিটির সভাপতি বাগেরহাট সিভিল সার্জন ডা. অরুণ চন্দ্র মণ্ডল, সহ-সভাপতি জেলা মৎস্য কর্মকর্তা নারায়ন চন্দ্র মণ্ডল, সাধারণ সম্পাদক সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক জি এম রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুখেন্দু শেখর গায়েন, সাংগঠনিক সম্পাদক পি.সি কলেজের সহকারী অধ্যাপক মো. আলিমুজ্জামান, কোষাধ্যক্ষ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।