মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্নিগাঁও থেকে মো. সাইফুর রহমান (৫০) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়।
মো. সাইফুর রহমানের বাড়ি ওই একই এলাকায়।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, সাইফুরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে। এতোদিন আত্মগোপনে ছিলেন। ভোরে তার গ্রামে ফেরার খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসআই