ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠেছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
রাষ্ট্রের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠেছে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্যক্তি বিশেষের নিরাপত্তা নয়, আজ রাষ্ট্রই নিরাপদ কিনা সেটি নিয়েও প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
 
তিনি বলেন, জঙ্গিবাদীদের তৎপরতা কোনো ব্যক্তির নিরাপত্তার বিষয় নয়, পুরো রাষ্ট্রের নিরাপত্তার বিষয়।

সরকার নিরাপত্তার আশ্বাস দিলেও এখন পর্যন্ত নিরাপত্তার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
 
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গণজাগরণ মঞ্চের পক্ষে স্মারকলিপি দিয়ে সাংবাদিকদের এ কথা জানান ইমরান এইচ সরকার।
 
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, ব্যর্থতা ও নির্লিপ্ততায় প্রমাণ হয়েছে সরকার জঙ্গিবাদীদের প্রশ্রয় দিচ্ছে। তারপরেও আশাবাদী হতে চাই। আর একারণেই লেখক, ব্লগার, প্রকাশক এবং গ্রগতিশীলদের হত্যার বিষয় নিয়ে বিস্তারিত জানিয়ে স্মারকলিপি দিয়েছি।
 
ইমরান এইচ সরকার বলেন, সরকার জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না, দেবে না তা প্রমাণ করুন। আমারা মন্ত্রীকে বলেছি, আপনারা যে প্রশ্রয় দেন না, প্রমাণ করুন, কেননা জনগণের মধ্যে ইতোমধ্যেই আশঙ্কার সৃষ্টি হয়েছে। সরকারের নির্লিপ্ততার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে জঙ্গিবাদীদের প্রশ্রয় দিচ্ছেন, হত্যাকারীদের প্রশ্রয় দিচ্ছেন। আর এ কারণে হত্যাকারীরা গ্রেফতার হচ্ছে না।
 
বৈঠকের পর শুরুতেই এইমরান এইচ সরকার বলেন, আমাদের সাতজন প্রতিনিধি নিয়ে মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছি। ইতোমধ্যেই যাদের হত্যা করা হয়েছে, তার বিচারিক অবস্থা কী আছে, সে বিষয়গুলো স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। হত্যাকারীদের ব্যাপারে সরকারের যে নিস্পৃহতা এবং জনগণের যানমালের নিরাপত্তা দিতে যে ব্যর্থতা সে বিষয়গুলো নিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলেছি।
 
কফিন মিছিল প্রসঙ্গে গণজাগরণ মঞ্চের এই মুখপাত্র বলেন, আমরা আজ যে কফিনগুলো নিয়ে এসেছি, তাতে নতুন কাদের এই কফিনে ভরবেন? নাকি বিচারহীনতার সংস্কৃতিকে এই কফিনে ভরবেন, এই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে।
 
আমরা বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছি উল্লেখ করে ইমরান এইচ সরকার বলেন, জনগণের কাছে আপনাদের প্রতিশ্রুতি রয়েছে, আমরা তার প্রতিফলন দেখছি না। একের পর এক হত্যাকাণ্ড ঘটছে, কিন্তু আপনারা হত্যাকারীদের ধরছেন না। এর ফলে নতুন করে অপরাধ সংঘটিত হওয়ার সুযোগ ঘটছে।
 
তিনি জানান, মন্ত্রী বলেছেন যথা শিগগিরই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার জঙ্গিবাদের প্রশ্রয় দিচ্ছে না এবং দেবে না। আমরা বলেছি আপনারা যে প্রশ্রয় দিচ্ছেন না তা জনগণের কাছে প্রমাণ করুন।  

আপনারা আশ্বস্ত হয়েছেন কিনা জানতে চাইলে ইমরান এইচ সরকার বলেন, আমরা আশ্বস্ত কিনা এখনই বলতে পারছি না।   কেননা এই ধরনের কথা আগেও বলা হয়েছে। আমরা বলেছি আপনারা কতদিনের মধ্যে ব্যবস্থা নেবেন। তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) সময়ের উল্লেখ করতে পারেননি। তবে শিগরিগরই জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
 
‘সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে। তাতে মনে হচ্ছে জঙ্গিবাদ দমনে সরকার ব্যর্থ হচ্ছে। সরকার সেটা কাটিয়ে উঠবে বলেও আমরা আশা করি। জঙ্গিবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’র কথা বলে সরকার তা কার্যকর করতে হবে। ’– যোগ করেন ইমরান এইচ সরকার।
 
আপনার নিরাপত্তার কোনো সমস্যা আছে কিনা জানতে চাইলে ইমরান এইচ সরকার বলেন, আমাকে যখন হুমকি দেওয়া হয়েছিল, তখন নিরাপত্তা দেওয়া হচ্ছিলো। এরপর আমি সরকারের কাছে নিরাপত্তার আবেদন করিনি। সরকার আমাকে নিরাপত্তা দিচ্ছেও না।

তিনি বলেন, আমার নিরাপত্তাহীনতার শঙ্কা অবশ্যই রয়েছে। একের পর এক মানুষ হত্যা করা হচ্ছে। আপনার লক্ষ্য করুন, লেখক-প্রকাশক থেকে শুরু করে যারা জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলছে এমনকি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও হত্যা কারা হচ্ছে। সুতরাং আজ নিরাপত্তার বিষয়ে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে- কোনো ব্যক্তির নিরাপত্তা নয়, সামগ্রিকভাবে রাষ্ট্র নিরাপদ কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই সরকারকে নিশ্চিত করতে হবে- যেকোনো মূল্যে রাষ্ট্রকে জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করবে। সে বিষয়টি মানুষকে আগে আশ্বস্ত করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫/আপডেট: ১৬৫১ ঘণ্টা
এসএমএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।