ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কাঁচাপাট রফতানি বন্ধের আদেশ প্রত্যাহারের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
কাঁচাপাট রফতানি বন্ধের আদেশ প্রত্যাহারের দাবি

খুলনা: দেশের বৈদেশিক মুদ্রার্জন ও পাটের বাজার ক্ষতির হাত থেকে বাঁচাতে, এক মাসের জন্য কাঁচাপাট রফতানি বন্ধের আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কাঁচাপাট রফতানিকারক ও পাট ব্যবসায়ীরা এ দাবি জানান।



সংবাদ সম্মেলনে পাট অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, পাটের ব্যাগের সঙ্কট সমাধানে সরকার গত ০৩ নভেম্বর এক মাসের জন্য কাঁচাপাট রফতানি বন্ধ করে দেওয়ায়, পাট ব্যবসায়ীদের গুদামে ও তিনটি বন্দরে প্রায় ১০ হাজার কোটি টাকার পাট আটকে গেছে।

বন্দরের কন্টেইনারে থাকা পাটের বিষয়েও কোনো নির্দেশনা না থাকায় ব্যবসায়ীরা পাট রফতানি করতে পারছেন না। এ অবস্থায় পাট পাঠাতে না পারলে কয়েক হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়বে দেশের পাট ব্যবসায়ীরা। এ সমস্যা সমাধানে ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পাট অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান, ভাইস চেয়ারম্যান আব্দুস সোবহান শরীফ, জাহিদুল ইসলাম, টিপু সুলতান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এমআরএম/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।