ঢাকা: রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ইভটিজিংকে কেন্দ্র করে একদল ছাত্রের হামলায় বাংলা বিভাগের চার ছাত্র আহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত আলআমিন হোসেন বাংলানিউজকে জানান, বুধবার (০৪ নভেম্বর) বাংলা বিভাগের এক ছাত্রীকে দর্শন বিভাগের এক ছাত্র উত্যক্ত করে। আজও সে ও তার সঙ্গীরা ওই ছাত্রীকে উত্যক্ত করার চেষ্টা করলে আমরা প্রতিবাদ করি। এরই সূত্র ধরে বাংলা বিভাগের নির্বাচনী পরীক্ষা চলাকালে পরীক্ষার হলে ঢুকে ১০-১২ জনের একটি দল আমাদের ওপর হামলা চালায়।
পরে আহত চার ছাত্রকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন এ ব্যাপারে বাংলানিউজকে বলেন, ইভটিজিংকে কেন্দ্র করে তিতুমীর কলেজে কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। আমরা বিষয়টি খোঁজখবর করছি।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এজেডএস/আরএইচ