ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
ঈশ্বরদীতে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ছবি: প্রতীকী

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলার  সাঁতার করতে নেমে পুকুরে ডুবে মো. সানি হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঈশ্বরদীর ‌‌হিমাগার হাফেজিয়া মাদ্রাসার পুকুরে ডুবে তার মৃত্যু হয়।



সানি ওই মাদ্রাসার হেফজ শাখার ছাত্র। সে শহরের মশুরিয়া পাড়ার মো. আব্দুর রহিম রুমির ছেলে।

ঈশ্বরদীর দমকল বাহিনীর ইন্সপেক্টর তোজাম্মেল হোসেন বাংলানিউজকে জানান, সানি দুপুর ১টার দিকে পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে যায়। খবর পেয়ে ঈশ্বরদী দমকল বাহিনীর ডুবুরিরা এসে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।