ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

৬ দফা দাবিতে প্রকৃচি-বিসিএস কমিটির সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
৬ দফা দাবিতে প্রকৃচি-বিসিএস কমিটির সমাবেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: অষ্টম পে-স্কেলে বেতন-বৈষম্য নিরসনসহ ৬ দফা দাবিতে খুলনায় মানববন্ধন ও সমাবেশ করেছে প্রকৌশলী, কৃষিবিদ ও চিকিৎসকদের সংগঠন প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নগরীর শিববাড়ি মোড়ে কমিটির উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, মৎস্য, সমবায়, সমাজসেবা, চিকিৎসক, নার্সসহ ২৬টি দফতর, অধিদফতর, বিভাগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধন শেষে খুলনা বিভাগীয় প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির আহ্বায়ক ডা. বাহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা রাখেন- সংগঠনের মহাসচিব আজম মোহাম্মদ সালাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুল মান্নান, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

বক্তারা বলেন, অষ্টম বেতন স্কেলে প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্যান্য ক্যাডার ও সার্ভিস সেক্টরের কর্মকর্তাদের যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে, তা সমাধান করতে হবে। এছাড়া উপজেলা পর্যায়ে অন্যান্য বিভাগ ও দফতরের বেতন-ভাতার বিলে ইউএনওদের সইয়ের যে আদেশ জারি করা হয়েছে, তা বাতিল করতে হবে।

একই সঙ্গে তারা আগের মতো সিলেকশন গ্রেড-টাইম স্কেল প্রদান ও মন্ত্রণালয় ভিত্তিক সর্বোচ্চ পদে সংশ্লিষ্টদের পদায়নের সুযোগসহ ৬ দফা দাবি জানান।

বাংলাদেশ সময় : ১৬০২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
এমআরএম/আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।