ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ডিআরইউতে সৌরবিদ্যুৎ সম্প্রসারণ কাজের উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
ডিআরইউতে সৌরবিদ্যুৎ সম্প্রসারণ কাজের উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) স্থাপিত সৌর বিদ্যুৎ সম্প্রসারণ কাজের উদ্বোধন হয়েছে।

শুক্রবার (০৬ নভেম্বর) ডিআরইউ ক্যান্টিনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম।



এছাড়া ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, অরজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ আলী ও বারভিডার প্রেসিডেন্ট আবদুল হামিদ শরীফ, ডিআরইউর সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস হোসেন, সহ-সভাপতি জনাব রফিকুল ইসলাম আজাদ ও যুগ্ম সম্পাদক ফেরদাউস মোবারক এ সময় উপস্থিত ছিলেন।

এতদিন ডিআরইউ ক্যান্টিনে সৌরবিদ্যুৎ চালু ছিল, এবার অন্য কক্ষগুলোও এর আওতায় আনা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এসকেএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।