ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শাহবাগে চলছে মুক্ত চিন্তার সংহতি সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
শাহবাগে চলছে মুক্ত চিন্তার সংহতি সমাবেশ ছবি :শাকিল / বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: লেখক-প্রকাশক-ব্লগার থেকে শুরু করে সম্প্রতি দেশে সব ধরনের খুনের বিচার ও মানুষের জানমালের নিরাপত্তা চেয়ে ‘মুক্ত চিন্তার সংহতি সমাবেশ’ শুরু হয়েছে।

শুক্রবার (০৬ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের আয়োজনে এই সমাবেশ শুরু হয়।

যা এখনও চলছে। বক্তব্য রাখছেন বিশিষ্ট ব্যক্তিরা।

এতে সভাপতিত্ব করছেন মুক্তমনা-বিজ্ঞানভিত্তিক লেখক অভিজিৎ রায়ের বাবা শিক্ষাবিদ অজয় রায়।

উপস্থিত আছেন, বাংলাদেশ মহিলা সমিতির সভাপতি আয়শা খানম, লেখক মারুফ রসুল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, ঢাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ।

এছাড়া সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এফবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।